ফের বাইসন হানা দিয়েছে আলিপুরদুয়ারে। ঘটণাটি ঘটেছে, আলিপুরদুয়ার -১ নম্বর ব্লকের মথুরায়।
সূত্রের খবর, শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ মথুরা শিব মন্দির এলাকায় প্রথম বাইসনটির দেখা মেলে। পরবর্তীতে মথুরার বাজার সংলগ্ন এলাকায় দাপিয়ে বেড়ায় বাইসনটি। বাইসনের হানায় ক্ষতিগ্রস্ত হয় বাজার সংলগ্ন এলাকার কিছু জায়গা। স্থানীয় মিনা লাহোরা দত্ত বলেন, ‘আগে কখনও এই এলাকায় এত কাছে বাইসন দেখা যায়নি’।
এদিন প্রায় অনেকের বাড়ির উঠোনে চলে আসে বাইসনটি। বাইসনের হানায় আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে চিলাপাতা এবং মাদারিহাট থেকে বনকর্মীরা সেখানে পৌঁছান। সঙ্গে উপস্থিতি হয় সোনাপুর ফাঁড়ির পুলিশও। দীর্ঘক্ষণ চেষ্টার পর ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করা হয়। শারীরিক পরীক্ষার পর বাইসনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান জলদাপাড়া জাতীয় উদ্যানের এসিএফ রাজা এম।
ফোর্টিন টাইমলাইন, আলিপুরদুয়ার।