Duars : চিতাবাঘের দেহ উদ্ধার

0
72

আবারও ডুয়ার্স থেকে উদ্ধার হল বন্য প্রাণীর দেহ ।এবার একটি চিতাবাঘের দেহ উদ্ধার হল ডুয়ার্সের ডায়না চা বাগান থেকে। সূত্রের খবর বুধবার শ্রমিকরা কাজে যোগদান দিতে গেলে একটি চিতাবাঘ পড়ে থাকতে দেখেন ।তৎক্ষণাৎ শ্রমিকরা বাগান কর্তৃপক্ষকে খবর দিলে তাঁরা বনদপ্তরকে খবর দেওয়া হয়। পরবর্তীতেই বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে কিভাবে চিতাবাঘ মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিষয়ে বিন্নাগুরি বন্যপ্রাণ বিভাগের রেঞ্জার শুভাশিস রায় বলেন,”