নারকীয় ‘চিকিৎসায় অকালে প্রাণ গেল তিন মাসের শিশুকন্যার । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোলে। নিউমোনিয়া সারাতে ৫১ বার গরম রডের ছ্যাঁকা তান্ত্রিকের।
সূত্রের খবর, কয়েকদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিল ৩ মাসের শিশুটি । পরিবারের লোকজন তাকে প্রথমে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিল কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শিশুটির মা রোশনি চেয়েছিলেন মেয়েকে শাহদোল জেলা হাসপাতালে ভর্তি করতে। কিন্তু পরিবারের সদস্যরা তাতে বাধা দেন । তাদের কথামত স্থানীয় এক তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় ওই শিশুকে। ওই তান্ত্রিক গরম লোহার রড দিয়ে ক্রমাগত ছ্যাঁকা দিতে থাকেন ৩ মাসের শিশুটিকে । যন্ত্রণায় চিৎকার করতে করতে ক্রমে নেতিয়ে পড়ে শিশুটি। এই অবস্থা সহ্য করতে না পেরে জোর করে, কারও কথা না শুনে, তার সন্তানকে হাসপাতালে নিয়ে যান রোশনি। কিন্তু শেষ রক্ষা হয়নি । চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় শিশুটির। তান্ত্রিক ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় এফ আই আর দায়ের করেছেন রোশনি। পুলিশ শ্বশুরবাড়ির সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হলেও পলাতক তান্ত্রিক। ঘটনার তদন্ত করছে পুলিশ। নিহত ওই শিশুটির মা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।
ফোর্টিন টাইমলাইন, ভোপাল,মধ্যপ্রদেশ।