আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে কোনও অনুমোদন ছাড়াই টোটো ও সামগ্রী বিক্রির অভিযোগে একটি টোটো শোরুম ও গুদাম বন্ধ করল শনিবার সকালে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই শোরুম থেকে বেআইনিভাবে টোটো বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে এবার জেলা প্রশাসনের দুটি দপ্তরের আধিকারিকরা রানিগঞ্জ থানা ও পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে শনিবার অতর্কিতে অভিযান চালিয়ে রানিগঞ্জের ৩৫ নম্বর ওয়ার্ডের আজাদ নগর এলাকার ১টি গুদাম সিল করে দেয়। পুলিশ একই সঙ্গে মঙ্গলপুর এলাকায় ওই শোরুমের একটি গুদাম সিল করে দেয়।
জানা গিয়েছে, বিভিন্ন সামগ্রী ও যন্ত্রাংশ বাইরে থেকে নিয়ে এসে, এই গুদাম অ্যাসেম্বেল করে টোটোগুলিকে বাজারজাত করা হয়।
আরটিও, এম ভি আই আসানসোল, ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিকের উপস্থিতিতে এই অভিযান চালিয়ে প্রায় ১৪টি নতুন টোটো মজুত থাকা গুদাম সিল করে দেয়। পুলিশ প্রশাসন জানায়, আগামী দিনেও এই ধরনের অবৈধভাবে টোটো বিক্রির বিরুদ্ধে লাগাতার পুলিশি অভিযান চলবে।
ফোর্টিন টাইমলাইন, আসানসোল।