Siliguri: তেলের ট্যাঙ্কারকে টপকাতে গিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

আরও পড়ুন

তেলের ট্যাংকার কে একটি যাত্রীবাহী বাস ওভার টেক করতে গিয়ে নয়নজুলিতে উল্টে গেলো বাস ঘটনায় বাসের ১৫ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মাটিগাড়া ও সিটিসেন্টারের মাঝামাঝি চামটা নদীর রেল সেতুর কাছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নকশালবাড়িগামী একটি যাত্রিবাহী বাস একটি তেলের ট্যাংকারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় রাস্তার ওপর। সেই সঙ্গে তেলের ট্যাংকারটিও বাসটিকে সাইড দিতে গিয়ে উল্টে যায় নয়নজুলিতে। এই ঘটনায় বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি গাড়ি। এদিনের এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। দুর্ঘটনা ঘটার পরপরই উদ্ধারকার্যে হাত লাগায় স্থানীয়রা। আহত বাসযাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মাটিগাড়া গ্রামীণ হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। রাস্তার ওপর বাসটি উলটে যাওয়ার কারণে দীর্ঘক্ষণ এই সড়কে বন্ধ থাকে যানচলাচল। দুর্ঘটনাগ্রস্ত বাস ও তেলের ট্যাংকারের চালক পলাতক। যুদ্ধকালীন তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে রাস্তা ফাঁকা ও সিটি সেন্টারের সামনে পুলিশ না থাকায় এই সুযোগে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনার কবলে পড়েছে বাসটি।

ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close