সোমবার থাকা শুরু হয়েছে হলদিয়ায় শিল্পমেলা। এই মেলা চলবে ১২ ফেব্রুয়ারি ,রবিবার পর্যন্ত। গাজোল ব্লক থেকে ৭ জন এবং মালদা জেলার অন্য প্রান্ত থেকে আরও দুইজন মিলিয়ে ৯ জন যোগ দিয়েছেন হলদিয়ায় শিল্পমেলা মেলায়। মূলত বাঁশ এবং বেতের তৈরি বিভিন্ন সামগ্রী এবং বাদ্যযন্ত্র নিয়ে তারা এই মেলায় যোগ দিয়েছেন।
গাজোল থেকে মেলায় গিয়েছেন মনোরঞ্জন মণ্ডল, অঞ্জলি মহলি, বাসন্তী মণ্ডলরা। মনোরঞ্জনবাবু জানান, জেলা শিল্পকেন্দ্র থেকে তাদের বাছাই করা হয়, । সেই অনুযায়ী জেলা শিল্পকেন্দ্র থেকে ছাড়পত্র দেওয়া হয়। মেলায় পৌঁছোনোর পর সরকারের তরফে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়।বাসন্তী মণ্ডল জানান, বর্তমানে অনেক মহিলা কাজ শিখে বিভিন্নরকম জিনিস তৈরি করছেন। তারা চান, উৎসাহী মহিলারা এই কাজ শিখে আর্থিকভাবে স্বাবলম্বী হন।
ফোর্টিন টাইমলাইন, মালদা।