মিডে মিলের রান্নাঘর এর জায়গা খুব ছোট থাকায় রান্না করতে গিয়ে গরম ডালের গামলায় পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক রাঁধুনি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দৌলতপুর হাই স্কুলে। গুরুতর আহত হয়েছেন সারদামনি স্বনির্ভর দলের রাঁধুনি পুতুল ভুঁইমালী বয়স ৩৫ বছর। তড়িঘড়ি তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সূত্রের খবর,দৌলতপুর হাই স্কুলে মিড ডে মিল শুরুর দিন থেকে স্থানীয় সারদামণি স্বনির্ভর দলের মহিলারা রান্না করছে। এছাড়াও ওই স্কুলে আরও ১৭টি গ্রূপের মহিলা পালা করে মিড ডে মিলের রান্না করেন। মঙ্গলবার নবম গ্রূপের সারদামণি স্বনির্ভর দলের ১০ জন মহিলা সময়মতো স্কুলে রান্না করতে যান। ছোট পরিষর জায়গায় স্কুলের এক হাজার থেকে ১১০০ জন ছাত্রছাত্রীর রান্না হয় প্রতিদিন। মঙ্গলবার মেনুতে ছিল ভাত, গাজর আলুর তরকারি সহ মসুর ডাল। প্রথমে তারা শুরু করেন ডাল রান্নার কাজ। পুতুল ভুঁইমালী বেলা ১১টা নাগাদ কড়াই থেকে হাতা দিয়ে পাসের এক বড় গামলায় ডাল নামানোর কাজ করছিলেন। হঠাৎ সঙ্গীরা লক্ষ্য করেন গরম ডালের গামলার মধ্যে পড়ে রয়েছে পুতুল দেবী। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে স্কুলের মেট্রোন সহ শিক্ষকরা। তড়িঘড়ি তাকে সেখান থেকে তুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া হয়। পরনের কাপড় পরিবর্তন করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে গঙ্গারামপুর হাসপাতালে ছুটে যান পুতুল ভুঁইমালীর স্বামী সহ পরিবারের লোকজন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
ফোর্টিন টাইমলাইন, বুনিয়াদপুর।