মেয়ের বিয়ের দুদিন আগে একটি বাড়িতে মর্মান্তিক দূরঘটনা ঘটে গেলো। ১৩ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়ার কাছে একটি বাড়িতে আগুনের লেলিহান শিখায় পুরো মালামাল পুড়ে কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, কেশব আগরওয়াল নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লেগেছে।বৃহস্পতিবার কেশবের মেয়ের বিয়ে। কিন্তু, অন্ধকারের ছায়া পরিবারের সুখে ভাসিয়ে দেয়, ঘরে শীততাপ
নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনে আসবাবপত্র ও অন্যান্য গৃহস্থালি সামগ্রী পুড়ে যায়।ঘটনার পর তড়িঘড়ি করে ফায়ার সার্ভিসকে ঘটনার খবর দেওয়া হয়।খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফোর্টিন টাইমলাইন,শিলিগুড়ি।