মঙ্গলবার মধ্য তুরস্কে ৫.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প হয় । পশ্চিম এশিয়ার এই দেশে বিপর্যয় যেন থামতেই চাইছে না। সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭,৮০০। ৮৪ বছর পর ফের ভয়ঙ্কর ভূমিকম্পের গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে তুরস্ক-সিরিয়া। তাসের ঘরের মত ভেঙে পড়ছে বাড়িঘর।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে পঞ্চমবার কেঁপে উঠেছে তুরস্কের মাটি। ধ্বসে পড়েছে আরও কিছু বহুতল বাড়ি, হাসপাতাল। তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩২ হাজারে গিয়ে ঠেকতে পারে বলে আশঙ্কা। মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল ৪ হাজারের আশপাশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই হতাহতের সংখ্যা আরও আট গুণ বাড়তে পারে । তুরস্কে এর আগে এত তীব্র ভূমিকম্প কখনও হয়নি বলে দাবি বিশেষজ্ঞদের। প্রায় দু’’মিটের কম্পনে তুরস্কের আকাশে বাতাসে এখন শুধুই কান্নার আওয়াজ। সেই সঙ্গে সর্বস্ব খুইয়ে পথে বসেছে অসংখ্য মানুষ। কেউ কেউ আবার প্রিয়জনের দেহ খুঁজে বেড়াচ্ছেন ধ্বংসস্তূপে। তুরস্কের পাশে দাড়িয়েছে ভারত, আমেরিকা, ইজরায়েল, ইউক্রেন। ভারত থেকে উদ্ধারকারী দল ত্রাণ ও ওষুধ সামগ্রী নিয়ে তুরস্কের দিকে রওনা হয়েছে । মঙ্গলবারই তুরস্কের (Turkey) মাটি ছুঁয়েছে ভারতীয় বায়ুসেনার দুটি সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ৯৯ জন সদস্যের মেডিক্যাল টিম নিয়ে একটি ফিল্ড হাসপাতাল বানানো হয়েছে তুরস্কে। ছোটখাটো একটি হাসপাতাল-ই তৈরি করে ফেলেছে ভারতীয় সেনা। সেখানে বসেছে অক্সিজেন জেনারেশন প্ল্যাট, ভেন্টিলেটর, কার্ডিয়াক মনিটর, এক্স-রে মেশিন ইত্যাদি।
টাইমস ফোর্টিন ব্যুরো নিউজ, আঙ্কারা,টার্কি।