বিদ্যালয়ের ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছে তিনজন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিশাখাপত্তনমের পদ্মনাভম মণ্ডলের আর্চাকুনিপালেম প্রাথমিক বিদ্যালয়ে।
সূত্রের খবর, মঙ্গলবার শ্রেণিকক্ষেই ছিল পড়ুয়ারা সেসময় আচমকা হুড়মুড়িয়ে শ্রেণিকক্ষের ছাদ পড়ুয়াদের ওপর ভেঙে পরে। ঘটনাটি দেখতে পেয়ে বিদ্যালয়ের কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানান। পুরো বিষয়টি প্রশাসনের তরফ থেকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে । যদিও বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন, ভেঙে পড়া বিদ্যালয়ের ছাদটি সম্প্রতি সংস্কার করা হয়েছিল । এমন ঘটনায় বিদ্যালয়ের কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন জখম ওই পড়ুয়াদের পরিবারের কাছে ।
ফোর্টিন টাইমলাইন, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ ।