Uttar Dinajpur : সাইবার ক্রাইম বিভাগের চাকরি ছেড়ে দুস্কৃতি ধরতে ইসলামপুরে এলেন এক মহিলা

আরও পড়ুন

বেসরকারি কোম্পানী সাইবার ক্রাইম বিভাগের চাকরি ছেড়ে দুস্কৃতি ধরতে ইসলামপুরে এলেন এক মহিলা। হাতেনাতে ফল পেলেন ওই মহিলা। বিহারের এক দুস্কৃতির কাছ থেকে উদ্ধার বেশ কয়েকটি এটিএম কার্ড। আটক দুস্কৃতিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।ঘটনাটি ঘটেছে ইসলামপুর বাস টার্মিনাসের কাছে বাঙ্ক অফ ইন্ডিয়া এটিএমে।

সূত্রের খবর, গত ২ ফেব্রুয়ারি ইসলামপুর থানার নেতাজীপল্লীর বাসিন্দা অনিতা ঘোষ নামে এক বৃদ্ধা পেনশনের টাকা তুলতে বাস টার্মিনাস সংলগ্ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএমে এসেছিলেন। সেখানে এক দুস্কৃতির খপ্পরে পড়ে মহিলার এটিএম থেকে পনেরো হাজার করে দুবার পনেরো হাজার টাকা তুলে নিয়েছিল। অনিতা ঘোষের মেয়ে পম্পা ঘোষ ব্যাঙ্গালুরুর একটি বেসরকারি কোম্পানীর সাইবার ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন। পেনশনের টাকা ব্যাঙ্ক থেকে হাতিয়ে নেওয়ায় চরম বিপাকে পড়েন অনিতাদেবী। অনিতাদেবীর স্বামী ইসলামপুর আদালতের কর্মী ছিলেন। ঘটনাটি ইসলামপুর থানায় এবং ইসলামপুর মহকুমা শাসক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। পম্পাদেবীর অভিযোগ এই দুস্কৃতিদের সঙ্গে পুলিশের সঙ্গে যোগ থাকায় ঘটনার তদন্তে পুলিশী নিস্কৃয়তা রয়েছে। দুস্কৃতিদের গ্যাং-এর হদিস করতে পম্পাদেবী ব্যাঙ্গালুরু থেকে চাকরি ছেড়ে ইসলামপুরে চলে আসেন। বুধবার দুপুরে তিনি জানতে পারেন মায়ের এ্যাকাউন্ট সচল আছে। বিষয়টি বুঝতে পেরে তিনি সোঁজা বাস টার্মিনাসের পাশে এটিএমে চলে আসেন। তিনি এসে দেখেন এক মাঝ বয়সি ব্যাক্তি এটিএম থেকে টাকা তুলছেন। পম্পাদেবী তাকে এটিএম থেকে বের করে মারধোর শুরু করেন। ঘটনা জানাজানি হতেই বহু মানুষ সেখানে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা দুস্কৃতিকে পুলিশের হাতে তুলে দেন। মহিলার ভূমিকায় খুশী ইসলামপুর তৃনমূল কংগ্রেস নেতারা।

উত্তর দিনাজপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close