মঙ্গলবার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা মহিলা ও তার ২ বছরের শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কোঠিভার এলাকার সব্য গ্রামে।
সূত্রের খবর, নিহত মহিলার নাম গীতা। বয়স ২২ বছর । মেয়ের নাম অর্পিতা। বয়স ২ বছর। স্বামীর নাম সন্দীপ। ৫ বছর আগে বিয়ে হয়েছিল গীতা এবং সন্দীপের। মঙ্গলবার গীতা তার মেয়েকে নিয়ে একাই ছিলেন বাড়িতে। আচমকাই আগুন লেগে যায় বাড়িতে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়িতে ছড়িয়ে পড়ে। বেরিয়ে আসর আগেই আগুনে ঝলসে যায় মা ও একরত্তি ওই শিশু কন্যাটি। গীতার বাবার বাড়ির তরফে পনের দাবিতে তাদের মেয়েকে ইচ্ছাকৃত ভাবে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও আগুন লাগার কারন এখনও পর্যন্ত জানা যায়নি। মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সন্দীপ ও তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, উত্তর প্রদেশ, লখনৌ।