দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক মোটরবাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় গাজোল থানার মিশন রোড এলাকায়।
সূত্রের খবর, আহত মোটরবাইক আরোহীর নাম শুভঙ্কর মন্ডল বয়স ২২ বছর। তার বাড়ি সংশ্লিষ্ট থানার বাবুপুর এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় আলমপুর স্ট্যান্ড থেকে মোটরবাইক চালিয়ে বাড়ি যাওয়ার পথে মিশন রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাতে আহত হয় মোটরবাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।