Gujrat : মোটর বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষে নিহত ১

আরও পড়ুন

বুধবার মোটর বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাদোদরার নয়ারা পেট্রোল পাম্পের কাছে। গুরুতর জখম হয়েছেন ওই মহিলার স্বামী।

সূত্রের খবর, বাইকে করে যাচ্ছিলেন ওই দম্পতি । সেই সময় নিয়ন্ত্ৰণ হারিয়ে একটি গাড়ি আচমকা ধাক্কা মারে তাদের বাইকে। দু’জনেই ছিটকে পড়ে যান রাস্তায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়েই ঘটনা স্থলে পৌঁছয় পুলিশ । তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে কর্মরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। গাড়ির চালক মদ্যপ অবস্থায় বন্ধুদের সঙ্গে গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন পুলিশ। গাড়ির চালক স্নেহাল প্যাটেল ও তার বন্ধুদের গ্রেফতার করা হয়েছে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ফোর্টিন টাইমলাইন, গান্ধীনগর, গুজরাট ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close