গণটোকাটুকিতে বাধা দেওয়ার ফলে রণক্ষেত্র হয়ে উঠল বারাসাত সান্ধ্য কলেজ। কলেজে স্নাতকোত্তরের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে।
সূত্রের খবর, পড়ুয়াদের দাবি প্রশ্ন কঠিন হয়েছে তাই তাদেরকে টোকাটুকির সুযোগ দিতে হবে। শিক্ষকরা তাদের এই প্রস্তাবে রাজি হননি । তাতেই উত্তেজিত হয়ে পরীক্ষার্থীরা কলেজে তান্ডব শুরু করে । কলেজে ভাঙচুর করার পাশাপাশি তারা দেওয়াল জুড়ে লিখে অশালীন মন্তব্য। পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয় । খবর পেয়েই ঘটনা স্থলে পৌঁছয় পুলিশ। এর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও অভিযোগকারী পরীক্ষার্থীরা তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কলেজে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
ফোর্টিন টাইমলাইন, বারাসাত, কলকাতা।