সোমবার প্রেমিকার হবুবরের গায়ে অ্যাসিড ঢেলে চম্পট দেয় এক যুবক সহ তার বন্ধুরা । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ শহরে।
সূত্রের খবর,অভিযুক্তের নাম উদয় ওরফে ভোলা। তিনি মুজাফফরনগরের বাসিন্দা। গত ৬ মাস ধরে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল উদয়ের। সম্প্রতি সেই তরুণীর শুভম নামে এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়। সে পেশায় ট্যাক্সিচালক । তাদের বাগদানও সারা হয়ে গিয়েছিল। আর এটা মেনে নিতে পারেনি উদয়। এরপরই ৬ বন্ধুর সঙ্গে পরিকল্পনা করে শুভমের গায়ে অ্যাসিড ঢেলে দেয় উদয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর জখম অবস্থায় শুভমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পুলিশ সি-সি-টি-ভি’র ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করতে সক্ষম হয় । এই ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করলেও দু’জন এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
ফোর্টিন টাইমলাইন, লখনৌ, উত্তর প্রদেশ ।