Malda : মেরে কোমর ভেঙে দেওয়া হল এক বৃদ্ধার

আরও পড়ুন

পারিবারিক বিবাদের জেরে এক বৃদ্ধা মহিলাকে বেধরক মারধোর করে কোমর ভেঙে দেওয়ার অভিযোগ উঠল নিজ আত্মীয়দের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার কোর্ট স্টেশন এলাকায়। আহত বৃদ্ধা নির্মলা চৌধুরী তার বয়স ৬৮ বছর। তিনি চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে নির্মলা চৌধুরী ফুলকি মন্ডলের ওড়না ধরে টানার সময় তার গলায় ফাঁস লেগে যায় বলে অভিযোগ। এরপরে ফুলকি মন্ডল ও পরিবারের সদস্যরা বাড়িতে ঢুকে বেধড়ক মারধোর করে নির্মলা চৌধুরীকে। মেরে কোমর ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ । তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই বৃদ্ধা। এবিষয়ে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। অভিযুক্তরা হল ফুলকি মন্ডল, নিখিল মন্ডল, বিপ্লব মন্ডল-সহ বেশ কয়েকজন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close