Uttar Dinajpur : অবৈধ বালি ভর্তি ট্রাক্টর সহ আটক যুবক

আরও পড়ুন

বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ একটি অবৈধ বালি ভর্তি ট্রাক্টর আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের ধনকৈল মোড়ে।

সূত্রের খবর, ধৃতের নাম শম্ভু রায় । বয়স ১৯ বছর । বাড়ি ধনকৈল গ্রাম পঞ্চায়েতের লোহাতারা এলাকায়। এদিন রাধিকাপুরের টাঙ্গন নদীর বালি অবৈধভাবে ট্রাক্টরের ট্রলিতে বোঝাই করে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিল ওই যুবক । কিন্তু যাওয়ার পথে রায়গঞ্জ-বালুরঘাট ১০(এ) রাজ্য সড়ক সংলগ্ন এলাকা থেকে ট্রাক্টরটি আটক করে পুলিশ। কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস বলেন, ‘টাঙ্গন নদীর একাধিক ঘাটে পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে । যেন অবৈধ ভাবে বালি কেউ নিতে না পারে । ধৃত যুবককে বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে।’

ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close