Kishanganj : দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি মৃত্যু হল দু-জনের।

আরও পড়ুন

রবিবার বিয়ে সেরে বিহারের পূর্ণিয়া থেকে বরযাত্রীরা একটি ছোট গাড়িতে আরারিয়ার পরমানন্দপুর গ্রামে ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গিধরিয়া উড়ালপুলের রেলিংয়ে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। মৃতরা হলেন নেপালি বৈঠা বয়স (৬৫) ও হরদেব বৈঠা বয়স (৬২)। জখম হয়েছে আরও তিনজন।

সূত্রের খবর, সোমবার সকালে বিহারের আরারিয়ার রানিগঞ্জে দুমড়েমুচড়ে যায় বরযাত্রীর গাড়িটি। তবে নব দম্পতি অন্য গাড়িতে থাকায় তাদের আঘাত লাগেনি। দুর্ঘটনার খবর পেয়ে আরারিয়া ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে আরারিয়া সদর হাসপাতালে পাঠায়। মহকুমা পুলিশ আধিকারিক পুস্কর কুমার জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, কিষাণগঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close