টোটো থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে,উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার লক্ষ্মীপুর গ্রামে। মৃতার নাম শিরিন আক্তার বানু বয়স (৩৬)। তাঁর বাপের বাড়ি কুশমণ্ডির রসুলপুর গ্রামে। জখম হয়েছেন তিন শিশু সহ মোট চারজন।
সূত্রের খবর, ওই মহিলার বাবা আব্দুল মিয়াঁর বুনিয়াদপুরের একটি নার্সিংহোমে কয়েকদিন আগে অস্ত্রপ্রচার হয়। শনিবার রায়গঞ্জ থেকে দুই ছেলে-মেয়েকে নিয়ে শিরিন বাপের বাড়ি রসুলপুর গ্রামে আসেন। এদিন সকালে ছোট বোন দিলরুবা পারভিনকে নিয়ে নার্সিংহোমে অসুস্থ বাবাকে খাবার দিতে রওনা হন। বুনিয়াদপুরগামী একটি টোটোতে চেপে যাওয়ার সময় কালিকামড়া মোড়ের কাছে টোটো থেকে পড়ে যান শিরিন আক্তার। রক্তাক্ত অবস্থায় দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পর তাকে কুশমণ্ডি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কুশমণ্ডি থানার আইসি তপন পাল জানিয়েছেন, দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি তদন্ত করে দেখছে কুশমণ্ডি থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, কুশমণ্ডি।