বাইকের সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের।সোমবার সকালে কানকি ফাঁড়ির মজলিশপুর ২৭ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। মৃতের নাম অলক কুণ্ডু বয়স(৩৫)। বাড়ি ডালখোলা থানার সূর্যাপুর এলাকায়।
সূত্রের খবর, এদিন অলক বাইক নিয়ে বাড়ি থেকে কানকি যাচ্ছিলেন। মজলিশপুর এলাকায় তার বাইকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হন অলক।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কানকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গাড়িটি আটক করেছে পুলিশ , তবে পলাতক চালক। ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, ডালখোলা