Buniyadpur : বুনিয়াদপুর কলেজে অনুষ্ঠিত হল ‘দুয়ারে ডাক্তার’ শিবির

আরও পড়ুন

শুক্রবার বুনিয়াদপুর কলেজে অনুষ্ঠিত হল ‘দুয়ারে ডাক্তার’ শিবির।
মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ১০টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই শিবিরে যোগ দেন। রোগী দেখার পাশাপাশি শিবির থেকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।

শুক্রবার সকালের দিকে রোগীদের উপস্থিতি যথেষ্ট কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে শিবিরে। রোগীরা নিজেদের নানা সমস্যা নিয়ে চিকিৎসকদের পরামর্শ নেন। এদিনের শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা, ইসিজি করা হয়। ৭৫৪ জন রোগী শিবিরে গিয়ে পরিষেবা নিয়েছেন বলে জানা গিয়েছে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, মহকুমা শাসক পি প্রমথ, বিডিও সুদেষ্ণা পাল, ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা প্রমুখ।

ফোর্টিন টাইমলাইন, বুনিয়াদপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close