Uttar Dinajpur : নিয়মিত রেশন না পাওয়ায় ক্ষুব্ধ জনতা

আরও পড়ুন

নিয়মিত রেশন না পাওয়ার অভিযোগে বিক্ষোভ রেশন দোকানের সামনে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ১৭ নং ওয়ার্ডে এলাকাবাসীর দাবি দোকানে রেশন নিতে গেলে ডিলার সহ রেশন কর্মচারীরা বলেন পর্যাপ্ত মাল নেই তাই অর্ধেক মাল দেওয়া হবে। প্রসঙ্গত অন্য রেশন দোকানে যেতে বললে এলাকাবাসী সেখানে গিয়েও হয়রান হচ্ছেন কারণ নিয়ম মাফিক অন্য ওয়ার্ডের রেশন দোকানে রেশন দেওয়ার নিয়ম নেই এমনটাই সূত্রের খবর

বর্তমানে এলাকাবাসীর এখন একটাই দাবি খাদ্য সরবরাহ দফতরের কাছে যে ,প্রথমত এলোটমেন্ট লিস্ট সহ একটি জেরোক্সকপি রেশন দোকানের বাইরে টাঙিয়ে দেওয়া হোক এবং দ্বিতীয়ত কবে ,কোথায়, রেশন দেওয়া হবে তারও একটি লিস্ট টাঙিয়ে দেওয়া হোক । এমনকি এলোটমেন্ট যদি কম হয় তাহলে দ্বিতীয় পর্বে যেন গ্রাহকরা রেশন পায় এমনটাই প্রতিশ্রুতি দেওয়ার আর্জি জানিয়েছেন এলাকাবাসী। অন্যদিকে রেশন ডিলার বলেন- ”আমাদের পি.এম.জি.কে এবং নর্মাল দুটো মাল দেওয়া হয় কিন্তু আমার কাছে এখন পি.এম.জি.কে মালটা আছে,নর্মাল মাল শেষ হেয়ার দরুন আমি পি.এম.জি.কের মাল সরবরাহ করছি কিন্তু গ্রাহকদের দাবি তারা এখন নর্মাল মাল নেবে এখানে আমার আর কিছু বলার নেই ”।

বিস্তারিত জানতে নিচের লিংকে চেক করুন –

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close