পঞ্চায়েতে প্রার্থী নিয়ে বিবাদের জেরে তৃণমূল নেতার বাড়ির পাশে বাঁশ বাগান থেকে তাজা বোমা উদ্ধার। মালদার চাঁচলে তৃণমূল নেতা ইউসুফ আলির বাড়ির পাশ থেকে এই বোমা উদ্ধার হয়। চাঁচল এক নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নূরগঞ্জ গ্রামের ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।
প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। প্রার্থী নিয়ে বিবাদের জেরে তৃণমূল সদস্যর স্বামী দিলদার হোসেন বোমা গুলি রেখেছেন বলে অভিযোগ ইউসুফ আলির। পাল্টা দিলদার হোসেনের অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন, গোটা রাজ্যটাই বোমা বারুদের আঁতুঘর হয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচন ভয়ংকর হবে কটাক্ষ বিজেপির।
বিজেপির অভিযোগে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। চাঁচল ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ আফসার আলি বলেন দলের মধ্যে বিভেদ বরদাস্ত করা হবে না। দল যাকে প্রার্থী ঠিক করবে বাকিরা তাকেই সমর্থন করবে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।