Sikkim : তুষারধসে বন্ধ এখনও একাধিক রাস্তা

আরও পড়ুন

মঙ্গলবার সিকিমের বিপর্যস্ত তুষারধসে এখনও বন্ধ রয়েছে একাধিক রাস্তা। বুধবারও নাথু লা ও ছাঙ্গুর রাস্তা বন্ধ থাকছে। পর্যটকদের এখনও ওই পথ দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে জানা গেছে।

অন্যদিকে, গ্যাংটকের কাছের রাস্তাতেও ধস নেমেছে। ফলে সিল্করুট যেতে হলে ঘুরপথে পর্যটকদের যেতে হবে। তাই ওই রুটে যাদের যাওয়ার কথা তাদের আগেভাগেই সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। মঙ্গলবার তুষারধসের ঘটনায় এখনও পর্যন্ত অনেক পর্যটক নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ জারি রয়েছে এখনও পর্যন্ত। রাস্তা থেকে তুষার সরিয়ে পরিষ্কার করার কাজ চলছে।

মঙ্গলবারের ঘটনায় এক শিশু-সহ ৭ জনের মৃতদেহ পাওয়া যায়। মৃতদের মধ্যে একজন শিলিগুড়ি এবং অপরজন কলকাতার বাসিন্দা রয়েছেন। বাকি তিনজন নেপালের ও দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা। গুরুতরভাবে জখম অবস্থায় উদ্ধার করা হয় আরও ৩০ জনকে। তাদের মধ্যে শিলিগুড়ির দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার দিনই বিকেলে জখমদের সঙ্গে দেখা করতে যান সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম কুমার তামাং। তিনি তাদের চিকিৎসার সবরকম দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন। পাশাপাশি মৃতদের দেহ বাড়ি ফেরানোরও ব্যবস্থা করবে সিকিম প্রশাসন।

ফোর্টিন টাইমলাইন, সিকিম।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close