বেশ কিছু মাস ধরে শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যস্তের ফলে শ্রীলঙ্কা এখন দেউলিয়া হয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে ,করোনাকালীন পরিস্থিতি ঠিক মতো সামলাতে না পারার জন্য শ্রীলঙ্কার এই পরিস্থিতি। এই সবের দায়ে বর্তমানে সরকারের উপরেই চাপানো হচ্ছে। সরকারের বিরুদ্ধে এখন সারা দেশেই বিক্ষোভ শুরু হয়েছে। অন্যদিকে তেলের দাম হঠাৎ বাড়িয়ে দেওয়া নিয়ে রাম্বুকান্না এবং রাবুকান্না শহরে বিক্ষোভে যোগ দিয়েছে বিপুল জনতা। সেই অশান্ত আম জনতাকে বিক্ষোভ থেকে সরানোর জন্য পুলিশ নির্বিবাদে গুলি চালাতে থাকে। ফলে, একজন মারা গিয়েছেন এবং বেশ কিছুজন আহত হয়েছেন। এরই প্রতিবাদে সামিল হয়েছেন সনৎ জয়সূর্য(Sanath Joysurya), কুমার সাঙ্গাক্কারা(Kumar Sangakkara), মাহেলা জয়বর্ধনে(Mahela jayaeardane)র মতো বেশ কিছু প্রাক্তন ক্রিকেটাররা। তাদের দাবি,দেশে অর্থনৈতিক সংকট দেখা দিতেই পারে, তাই বলে পুলিশ প্রশাসনের নির্মমভাবে আম জনতার উপর গুলি চালানো, ঠিক হয়নি। এই ঘটনার জন্য তাঁরা তীব্র নিন্দা জানিয়েছেন।
সনৎ জয়সূর্য বলেছেন,”রাবুকান্নায় বিক্ষোভে সামিল জনতার উপর জঘন্যভাবে পুলিশি হামলার তীব্র নিন্দা করছি। অনুসূচনা হওয়া উচিত এমন ঘটনার জন্য। এই ক্ষতি অপূরণীয়।” অপরদিকে, কুমার সাঙ্গাক্কারাও টুইটারে লিখেছেন, “নিরস্ত্র জনতার উপর পুলিশি হামলাকে অসংবেদনশীল ছাড়া আর কিছু বলতে পারছি না। পুলিশের কাজই হল মানুষকে নিরাপত্তা দেওয়া, তাকে বাঁচানো। অথচ তারাই বর্বরতার চরম নিদর্শন রাখল। ”
রাম্বুকান্নার এই ঘটনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং তার নিন্দাও চলছে। শ্রীলঙ্কার আর্থিক সঙ্কটের খবর সারা বিশ্বে ছড়িয়ে পরার পরেও কোনো শ্রীলঙ্কার ক্রিকেটাররা মুখ খোলেননি। কিন্তু, এবার সাঙ্গাক্কারা, জয়বর্ধনের মতো প্রাক্তন ক্রিকেটারেরা দেশের সরকারি নীতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন। জয়বর্ধনে বলেছেন,” যদি সাধারণ মানুষ বিক্ষোভে সামিল হয়ে হিংসা প্রদর্শন করে, সরকরি সম্পত্তি ভাঙচুর করে, তা হলে তাদের গ্রেপ্তার করা উচিত। তাদের উপর গুলি চালানো হবে কোনো? একই কি গণতন্ত্র বলে? এই ঘটনার জন্য যেই দায়ী হোক না কোনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শ্রীলঙ্কা পুলিশকে ধিক্কার জানাই।”
Sri Lanka: প্রতিবাদে এবার জয়সূর্য, সাঙ্গাক্কারা, জয়বর্ধনে
আর্থিক সঙ্কটের বিক্ষোভে সাধারণ জনসাধারণের সাথে এবার প্রতিবাদে সরব হলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারেরা
- Advertisement -