Uttar Dinajpur : নববধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়

আরও পড়ুন

বৃহস্পতিবার নববধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল করণদিঘি থানার মাছোল গ্রামে। মৃত ওই নববধূর নাম হালেমা খাতুন। বয়স ১৮ বছর। সূত্রের খবর, বছর খানেক আগে সাবধান এলাকার দুলেপুরের বাদিরুদ্দীনের মেয়ে হালিমার সঙ্গে মাছোল গ্রামের আইনুল হকের ছেলে জাবিরের বিয়ে হয়।

মৃতার বাবা বাদিরুদ্দীনের অভিযোগ, বিয়ের পর থেকে নগদ টাকা ও যৌতুকের জন্য হালিমার উপরে চাপ সৃষ্টি করত জামাই জাবির আলি। বৃহস্পতিবার বিকেলে স্বামী ও শাশুড়ির সঙ্গে বচসা হয়। সেই সঙ্গে শারীরিক নির্যাতনও চলে। তার মেয়েকে খুন করে ফাঁসিতে ঝোলানো হয়েছে। তার মেয়ের শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। গলায় ফাঁসের দাগ রয়েছে। বৃহস্পতিবার রাতে করণদিঘি থানায় মৃতার স্বামী জাবির আলি ও তার মা রাবিয়া বিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃতার বাবা বাদিরুদ্দীন। ঘটনার পর থেকে পলাতক স্বামী-সহ শশুর বাড়ির সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। শুক্রবার সকালে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করছে করণদিঘি থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, করণদিঘি, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close