বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর শুক্রবার কলকাতার নিউটাউনে আগুন লেগেছে। শুক্রবার সকালে নিউটাউন সিটি সেন্টার ২-এর কাছে ঘটনাটি ঘটেছে। ভয়াবহভাবে আগুন লেগে যাওয়ার ফলে নিমেষের মধ্যেই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে।
সূত্রের খবর, বিধাননগর পৌরনি গ্রামের ১২ নম্বর ওয়ার্ড নিউটাউন সিটি সেন্টার-এর পিছনে ঝুপড়ি দোকানে আগুন লেগে যাওয়ায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এলাকাজুড়ে। স্থানীয়দের চোখে ঘটনাটি পড়তেই তারা পাশের আবাসন থেকে পাইপ লাইনের মাধ্যমে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। এরপর তারা দমকলে খবর দিলে দমকলবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে তৎপর হয়। কিন্তু ঘটনাস্থলে তাদের পৌঁছতে পৌঁছতেই আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ইকোপার্ক থানার পুলিশ ও দমকলবাহিনীর প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার ফেটেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারন খতিয়ে দেখা হচ্ছে।
এমন অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তার তরফে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের হাতও বাড়ানো হয়।
ফোর্টিন টাইমলাইন, নিউটাউন, কলকাতা।