Uttar Dinajpur : দুয়ারে সরকার ক্যাম্প ভাঙচুর, গ্রেফতার তৃণমূল নেতা

আরও পড়ুন

রাজ্য সরকার ঘোষিত দুয়ারে সরকারের ক্যাম্প ভেঙে গ্রেফতার হলেন তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে-দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প-এ । পুলিশ অভিযুক্ত তৃণমূল-কংগ্রেসের অঞ্চল সভাপতি আকবর আলিকে গ্রেফতার করেছে। জানা গেছে ,ধৃত আকবর আলিকে ইসলামপুর থানার পুলিশ ইসলামপুর আদালতে পেশ করেছে।

সূত্রের খবর, উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা আকবরকে অঞ্চল সভাপতি মানতে রাজি নন। তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি এহেন বক্তব্যে ক্ষুব্ধ ইসলামপুরের বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী।

উল্লেখ্য, বৃহস্পতিবার ইসলামপুর থানার আগডিমটি খুন্তি অঞ্চলের দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। সকাল সাড়ে ১০ টা থেকে ক্যাম্প চালু হওয়ার কথা থাকলেও বেলা ১২টা বেজে গেলেও ক্যাম্প চালু হয়নি। ১২টার পর ক্যাম্প চালু হলেও বিভিন্ন পরিষেবা ফর্ম অপ্রস্তুত থাকায় চরম হয়রানির স্বীকার হন বহুদূর থেকে আসা বাসিন্দারা। একদিকে ঠা ঠা রোদ, অন্যদিকে মুসলমান সম্প্রদায়ের মানুষের রমজান মাস চলায় আবেদনকারীরা চরম সমস্যায় পড়েন। তৃণমূল কংগ্রেসের করিম গোষ্ঠীর অঞ্চল সভাপতি আকবর আলি মানুষের এই কষ্ট মেনে নিতে পারেননি । সরকারি কর্মীদের অসহযোগিতায় ক্ষিপ্ত হয়ে দুয়ারে সরকারের আসবাবপত্র ভাঙচুর চালান। দুয়ারে সরকারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ আকবর আলিকে গ্রেফতার করে। পুলিশ ধৃত আকবর আলিকে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে।

প্রসঙ্গত, ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী আকবরের এই কাজ মেনে নেন নি। বিধায়ক জানিয়েছেন, সরকারি কাজে বাধা দেওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।

আকবর নিজেকে অঞ্চল সভাপতি বলে দাবি করলেও জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা তাকে অঞ্চল সভাপতি বলে মানতে চাননি।কানাইয়াবাবু জানিয়েছেন, আকবর যে কাজ করেছেন তা মেনে নেওয়া যায় না। পুলিশ তার বিরুদ্ধে আইনিগত পদক্ষেপ গ্রহণ করবে। জেলা সভাপতির এহেন বক্তব্যে ক্ষুব্ধ বিধায়ক করিম চৌধুরী। তিনি জানান, সন্ত্রাসবাদী ব্লক সভাপতি তাকে অঞ্চল সভাপতি করেনি বলে তাকে জেলা সভাপতি মানেননি। তিনি আকবরকে অঞ্চল সভাপতি করেছেন।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close