Uttar Dinajpur : কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান স্থানীয় প্রাক্তন প্রধানের

আরও পড়ুন

পঞ্চায়েত নির্বাচনের আগেই দলে ভাঙ্গন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন উত্তর দিনাজপুরের করণদিঘির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মহম্মদ সজিরুদ্দিন। শুক্রবার একটি বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার পার্টিতে এসে তিনি তৃণমূলে যোগ দেন।

সূত্রের খবর, সামনেই পঞ্চায়েত নিৰ্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সংগঠন শক্তিশালী করার জন্য জোর কদমে তোড়জোড় চলছে বিভিন্ন জায়গায়। এরই মধ্যে কংগ্রেসে দলে চিড় ধরেছে। শুক্রবার করণদিঘির স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার পার্টিতে এসে তৃণমূলে যোগ দেন স্থানীয় কংগ্রেসে প্রাক্তন প্রধান। ২০১৮ সালে তিনি কংগ্রেসের টিকিটে বাম, কংগ্রেস ও বিজেপির সমর্থন নিয়ে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছিলেন। এদিন তৃণমূলের তরফে আয়োজিত ইফতার পার্টিতে এসে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি। এদিন স্থানীয় তৃণমূল বিধায়ক গৌতম পাল সজিরুদ্দিনের হাতে দলীয় পতাকা তুলে দেন। এলাকার মানুষের উন্নয়নের জন্য তার এই যোগদান বলে জানিয়েছেন সজিরুদ্দিন।

ফোর্টিন টাইমলাইন, করণদিঘি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close