শনিবার বেপরোয়া চালবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের দোমোহনা রসাখায়া বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে ভুলিকি গ্রামে। মৃত ওই বৃদ্ধার নাম ফাতেমা খাতুন। বয়স ৭০ বছর।
সূত্রের খবর, এদিন দোমোহনা রসাখায়া বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কের ধারে ভুলিকি মাদ্রাসা পাড়ায় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় দোমোহনা থেকে একটি ছ’চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। খবর পেয়ে ঘটনা স্থলে তড়িঘড়ি ছুটে যান বৃদ্ধার পরিবারের সদস্যরা। বৃদ্ধার নাতি আতকুল্লার অভিযোগ, লরির চালক মদ্যপ অবস্থায় ছিল।
ঘটনার খবর পেয়ে করণদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরিটিকে আটক করে। গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালককেও।
কারণদিঘি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।