পুত্রবধূকে পছন্দ না হওয়ায় ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে বউমাকে অপহরণের অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে। এমন নিন্দনীয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়। সেই গৃহবধূ কোনোরকমে বেঁচে পুলিশের কাছে তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্ত ওই শাশুড়ির নাম পরি মন্ডল। ২০১৫ সালে ওই গৃহবধূর বিয়ে হয় নরেন্দ্রপুর থানার কাদারহাট এলাকায়। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাকে পছন্দ করতেন না। বিশেষত শাশুড়ি এবং তার ননদ তাকে অপছন্দ করতেন বলে জানান তিনি। গৃহবধূর দাবি, দু’দিন আগে হঠাৎ করে তার বাড়িতে কয়েকজন আসেন। ‘বারুইপুর এসপি অফিস থেকে আসছি বলে’ তাকে ভয় দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয় একটি বাড়িতে। দু’দিন যাবৎ বারুইপুরের একটি বাড়িতে বধূকে আটকে রাখা হয়। বহু চেষ্টার পর কোনও ক্রমে তিনি বাপের বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে পালিয়ে এসে থানায় তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাকে অপহরণের জন্য দুষ্কৃতীদের এজন্য ২ লক্ষ টাকার সুপারিও দেওয়া হয় এবং তাদের সঙ্গে আরও অনেকে যুক্ত ছিলেন বলেও জানান তিনি। পুরো ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত শাশুড়িকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩, ৩৬৫, ৪১৯, ৩৮৬ এবং ১২০বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে বাকি অভিযুক্তরা পলাতক। তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ ২৪ পরগনা।