Jalpaiguri : দুয়ারে সরকার প্রকল্পের অভিযোগ নিয়ে এবার সরব তৃণমূল প্রধান

আরও পড়ুন

বারংবার নথি জমা দিয়েও দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ নিয়ে এবার সরব হলেন জলপাইগুড়ির তৃণমূল নেতা। রবিবার জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা-বাগানে দুয়ারে সরকার প্রকল্পের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি।

সূত্রের খবর, এদিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয় জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা-বাগানে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় পা‌তকাটা গ্রাম পঞ্চায়েত প্রধান, প্রধান হেমব্রম অভিযোগ করে বলেন, “দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে ঠিক‌ই, কিন্তু সঠিকভাবে মানুষের কাজ হচ্ছে কোথায়? ” বাগানের শ্রমিকরা অভিযোগ করে বলেন, “মুন্ডা, খেরিয়া, ওরাওঁ, সাঁওতাল সম্প্রদায়ের মানুষ সকলেই তো তপশিলি উপজাতির মানুষ। তা সত্ত্বেও এসটি সার্টিফিকেট নিয়ে নাজেহাল হচ্ছেন। ৪-৫ বার করে কাগজপত্র জমা দেওয়ার পরেও জমির পাট্টা, লক্ষ্মীর ভাণ্ডার, এসটি সার্টিফিকেট সঠিকভাবে না মেলায় ক্ষিপ্ত হচ্ছেন চা-বাগানের মানুষ।”

ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close