বারংবার নথি জমা দিয়েও দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ নিয়ে এবার সরব হলেন জলপাইগুড়ির তৃণমূল নেতা। রবিবার জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা-বাগানে দুয়ারে সরকার প্রকল্পের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি।
সূত্রের খবর, এদিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয় জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা-বাগানে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় পাতকাটা গ্রাম পঞ্চায়েত প্রধান, প্রধান হেমব্রম অভিযোগ করে বলেন, “দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে ঠিকই, কিন্তু সঠিকভাবে মানুষের কাজ হচ্ছে কোথায়? ” বাগানের শ্রমিকরা অভিযোগ করে বলেন, “মুন্ডা, খেরিয়া, ওরাওঁ, সাঁওতাল সম্প্রদায়ের মানুষ সকলেই তো তপশিলি উপজাতির মানুষ। তা সত্ত্বেও এসটি সার্টিফিকেট নিয়ে নাজেহাল হচ্ছেন। ৪-৫ বার করে কাগজপত্র জমা দেওয়ার পরেও জমির পাট্টা, লক্ষ্মীর ভাণ্ডার, এসটি সার্টিফিকেট সঠিকভাবে না মেলায় ক্ষিপ্ত হচ্ছেন চা-বাগানের মানুষ।”
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।