বুধবার দিল্লিতে নারেলা এলাকার একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে তারা ওই কারখানার আগুন নেভাতে সচেষ্ট হয়।
সূত্রের খবর, ওই প্লাস্টিক কারখানায় দাহ্য বস্তু মজুত থাকার কারনে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকলবাহিনীর কর্মীরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল তাও এখনও জানা যায়নি। পুলিশ ও দমকলের আধিকারিকেরা আগুন লাগার কারন খতিয়ে দেখছে।
ফোর্টিন টাইমলাইন, নয়াদিল্লি।