ট্র্যাফিক সিগনালের বাতি সবুজ হতেই রাস্তায় ওঠার চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা এক যুবকের। বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় ওই বাইকচালক, তার স্ত্রী এবং সন্তানের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সূত্রের খবর, বাসের চাকায় পিষ্ট ওই বাইকচালকের নাম সুদীপ কালসা। বাড়ি তমলুকের রামতারকের হোগলবাড়ি এলাকায়। বুধবার সকাল ১১টা নাগাদ মোটরবাইকে চেপে সপরিবারে বাড়ি ফিরছিলেন সুদীপবাবু। কোলাঘাটের হলদিয়া মোড়ের কাছে সিগন্যালের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন সুদীপ। সেই সময় সিগনালের জন্য অনেগুলি গাড়ি, বাস লাইন করে দাঁড়িয়েছিল। সিগনাল সবুজ হতেই তড়িঘড়ি বাইক নিয়ে রাস্তায় ওঠার চেষ্টা করেছিলেন সুদীপবাবু। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি যাত্রিবাহী বাসের চাকার তলায় পড়ে তিনি তার স্ত্রী এবং ২ বছরের সন্তান। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই বাইকচালক, তার স্ত্রী এবং দু’বছরের সন্তানের।ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ফোর্টিন টাইমলাইন, পূর্ব মেদিনীপুর।