North 24 Pargana : হাতের শিরা কাটা অবস্থায় কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আরও পড়ুন

হাতের শিরা কাটা অবস্থায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সোদপুরে। তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, ওই মৃত কিশোরীর পরিবারের সদস্যরা বুধবার সকালে তার ঝুলন্ত দেহ দেখতে পান। কিশোরীর হাতের শিরাও কাটা দেখা যায়। পরিবারের সদস্যরা তড়িঘড়ি খড়দহ থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, ওই কিশোরী সম্প্রতি এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। কিশোরীর পরিবারের সদস্যরা বলেন, প্রেমঘটিত ব্যাপারেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তার এক বান্ধবীর জন্য ও গলায় দড়ি দিয়েছে। সেই সঙ্গে হাতও কেটেছে ব্লেড দিয়ে। কোনও এক তরুণের সঙ্গে প্রেম ছিল ওর। এটা নিয়ে দুই বান্ধবীর মধ্যে মনে মন কষাকষিও চলছিল। তার জেরেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

ফোর্টিন টাইমলাইন, উত্তর ২৪ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close