Malda : স্কুল ধরার তাগিদে দ্রুত নদীতে স্নান করতে গিয়ে প্রাণ গেল ছাত্রীর

আরও পড়ুন

বাড়ি থেকে কালিন্দী কালিন্দি নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক চতুর্থ শ্রেণির ছাত্রীর। মৃতদেহ আনা হ’ল ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গ-এ। পরিবার ও পুলিশি সূত্রে জানা গিয়েছে- নিহত ওই স্কুল ছাত্রীর নাম খুশি মন্ডল। বয়স ১০ বছর। পরিবারে রয়েছেন বাবা বিকাশ মণ্ডল মা সান্ত্বনা মন্ডল। খুশিরা এক ভাই এক বোন। বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের বৈদকিপুর এলাকায়। খুশি স্থানীয় বৈদকিপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। পরিবার ও পুলিশি সূত্রে জানা গিয়েছে- অন্যান্য দিনের মতই আজ, বৃহষ্পতিবার স্কুলে যাওয়ার জন্য পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশেই কালিন্দি নদীতে স্নান করতে গিয়েছিল শিশুটি। স্নান করতে করতে নদীর জলে তলিয়ে যায় খুশি নামের ওই স্কুলছাত্রী। অন্যান্য শিশুদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নদী থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে চিকিৎসকেরা ওই স্কুলছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত স্কুল ছাত্রীর পরিবার-সহ গোটা গ্রামে। স্বল্প সন্তানের পরিবারের ওই শিশুটির মা-বাবা যে নিঃস্ব হলেন, তা এক কথায় বলে দেওয়া যায়।

মালদার কোতোয়ালি থেকে দেবাশীষ দাশের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close