Malda: সংকল্প সেবা সপ্তাহ পালন হবিবপুর বিজেপি-র

আরও পড়ুন

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত বিজেপি-র সংকল্প সেবা সপ্তাহ পালিত হ’ল মালদার হবিবপুরে। সেই পরিপ্রেক্ষিতে মালদার হবিবপুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে সেবা সপ্তাহ কর্মসূচি পালন করা হয়। এদিন হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী হাসপাতালে কর্মসূচি অনুষ্ঠিত হয় । উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি-র পক্ষ থেকে সেবা সপ্তাহ কর্মসূচি করা হচ্ছে বিভিন্ন এলাকায়। তাই বৃহস্পতিবার সকালবেলা সেবা সপ্তাহ উপলক্ষে হবিবপুর ব্লকের বিজেপি-র পক্ষ থেকে বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল,জলের বোতল বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। সেবা সপ্তাহ কর্মসূচি করা হয় বিজেপি দলের পক্ষ থেকে। এদিন বুলবুলচন্ডী পার্টি অফিস থেকে একটি র‍্যালি বার করে বিভিন্ন এলাকায় পথ পরিক্রমা করে শেষে বুলবুলচন্ডী হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে ফল বিতরণ করে সেবা সপ্তাহ উৎযাপন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, জেঠ পি ২ মন্ডল সভাপতি সঞ্জীব সরকার, জেঠ পি৫ মন্ডল সভাপতি পঞ্চানন বর্মন-সহ দুটি অঞ্চলের বিজেপি প্রধান সহ বিজেপি দলের অন্যান্য কর্মীরা। দলীয় কর্মসূচি যাই হোক না কেন কিছু ফলমূল হাতে পাওয়ায় খুশি রোগীরা।

মালদার হবিবপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close