এবার নেশাগ্রস্তদের চিকিৎসা হবে মালদা মেডিকেলেই । মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে চালু হল নেশামুক্তি কেন্দ্র। নেশাগ্রস্ত রোগীদের সপ্তাহের সোমবার ও বুধবার বহির্বিভাগে চিকিৎসা হবে, দাবি কর্তৃপক্ষের।
সূত্রের খবর, এদিন বহির্বিভাগের ২১২ নম্বর কক্ষে ফিতা কেটে নয়া নেশা মুক্তি কেন্দ্রের সূচনা করেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দীপঙ্কর কাঞ্জি এবং মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়।
প্রসঙ্গত ,মালদায় নেশাগ্রস্তদের সংখ্যা ক্রমশ বাড়ছে। সে সুযোগকে কাজে লাগিয়ে জেলায় একাধিক বেসরকারি নেশামুক্তি কেন্দ্র গড়ে উঠেছে। যদিও সে কেন্দ্র গুলি নিয়ে আগে একাধিকবার অভিযোগ উঠেছে। তবে,মেডিক্যালে নেশামুক্তি কেন্দ্র চালু হওয়ায় খুশি জেলাবাসী।
মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, এদিন শুধু বহির্বিভাগের চিকিৎসা চালু হয়েছে। আশা করছি, আমরা আগামীতে অন্তঃবিভাগের পরিষেবাও চালু করতে পারব।
ফোর্টিন টাইমলাইন, মালদা।