স্বামী মারা গিয়েছেন আগে। কিন্তু তার পচাগলা দেহ আগলে বসে রয়েছেন তার অসুস্থ অক্ষম স্ত্রী। এমন এক মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাঁটরার এক আবাসিকে। স্থানীয়রা বুধবার দুপুর থেকে পচা দুর্গন্ধ পেলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এমন এক মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হয়।
সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম সমর ভট্টাচার্য। তিনি পেশায় একজন ব্যাঙ্ক কর্মী ছিলেন। তাকে কয়েকদিন আগেও ওই আবাসিকের নিচে দেখা গেলেও পরে আর দেখা যায় না। তার মৃত্যু কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। তবে তার মৃতদেহ আগলে বসে রয়েছেন তার অসুস্থ অক্ষম স্ত্রী। তাকে দেখভালের জন্য তাদের আত্মীয়-পরিজনদের খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, হাওড়া।