বৃহস্পতিবার তৃণমূল জেলা কার্যালয়ে রায়গঞ্জ ব্লক ১ আই এন টি টি ইউ সি কমিটির ডাকে একটি বর্ধিত সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি শৈলেন রক্ষিত সহ বেশ কিছু কর্মী সমর্থকেরা। মূলত পঞ্চায়েত ভোটকে লক্ষ্য রেখেই এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়াও পূর্ববর্তী ব্লক কমিটিতে একজন আপ কর্মীর নাম থাকায় সেটিকে ছাপার ভুল বলে জানিয়েছেন শৈলেন বাবু, সেটি সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি।
উত্তর দিনাজপুর থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।