Malda : গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায়

আরও পড়ুন

এক গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার মালদার চাঁচল থানার নীচিৎপুর গ্রামের ঘটনা। সকালে বাড়ির শোবার ঘর থেকে ওই গৃবধূর গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশি সূত্রের খবর, মৃত ওই গৃহবধূর নাম গুলশেনারা খাতুন। বয়স ২৩ বছর। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতা ওই গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ,আমাদের মেয়ে কোনোভাবেই আত্মহত্যা করতে পারেনা। তাকে পরিকল্পিত ভাবে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর ওই গৃহবধূর কাকা শ্বশুর ও এক দেওরের বিরুদ্ধে।

ওই গৃহবধূর মা গুলবানু বিবি অভিযোগ তুলেন তার কাকা শ্বশুর ও দুর সম্পর্কে এক দেওর আমার মেয়েকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। মেয়ে আত্মহত্যা করেনি। জমি নিয়ে বিবাদের জেরেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশের কাছে খুনের অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

পুলিশ জানান,অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যদিও ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে আরও জানা যায়, মৃত গৃহবধূর বাপের বাড়ি বিহারের মুনিয়াপাড়া এলাকায়।তিন বছর আগে চাঁচলের নীচিৎপুরের সামিম আলির সঙ্গে সামাজিক মতে বিয়ে হয়। তাদের একটি দেড় বছরের পুত্র সন্তান রয়েছে। তারপরেই জমি সংক্রান্ত নিয়ে বিবাদ লেগেই থাকত পরিবারে।কয়েকমাস আগেই পাঞ্জাবে কাজে গিয়েছেন তার স্বামী। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্বামী।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close