Malda : জীবিত শিশুকে মৃত বলে ঘোষনা, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আরও পড়ুন

জীবিত শিশুকে মৃত বলে ঘোষনা করার অভিযোগ উঠেছে একটি হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ভালুকা হাসপাতালে। সেখান থেকে পরে শিশুটিকে চাঁচলে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। এমন ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় এলাকাজুড়ে।

সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে ভালুকার গোবরা গ্রামের বাসিন্দা তপন মহালদারের পাঁচ দিনের শিশু অসুস্থ হয়ে পড়ে। বাড়ির সদস্যরা তাকে স্থানীয় ভালুকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আইফানা ইয়াসমিন ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন চিকিৎসক। শিশুটিকে মৃত ভেবে বাড়িতে নিয়ে যান শিশুর পরিবার। এরপর শিশুটি পুনরায় শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করে এবং হাত-পা নাড়াতে শুরু করে বলে দাবি পরিবারের। তড়িঘড়ি বাড়ির সদস্যরা শিশুটিকে আবার স্থানীয় ভালুকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কিন্তু, চিকিৎসক আইফানা ইয়াসমিন তার কোনও চিকিৎসা না করে শিশুটিকে চাঁচল মহকুমা হাসপাতালে স্থানান্তর করে দেন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। সেখানে পৌঁছলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন শিশুটিকে। আর এই ঘটনার কথা জানাজানি হতেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসককে গভীর রাত পর্যন্ত ঘেরাও করেন গ্রামবাসীরা। এমন ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় ভালুকা ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

উল্লেখ্য, শিশুর পরিবারের সদস্যের অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের গাফিলতির কারনে শিশুটি মারা গেছে। গ্রামবাসীরা ভালুকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আইফানা ইয়াসমিনের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তারা।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close