Uttar Dinajpur : ঈদের বাজারে মাথায় হাত বিক্রেতাদের

আরও পড়ুন

আগামীকাল শনিবারই খুশির ঈদ। ঈদ উপলক্ষে দোকানদাররা পসরা সাজিয়ে বসেছেন রাস্তার দু’ধারে। বিক্রি হচ্ছে সিমাই, কাজু, শুকনো ফল, ঈদের টুপি-সহ রকমারি সামগ্রী। কিন্তু এবারের ঈদের বাজার চিন্তার ভাঁজ ফেলেছে দোকানকারদের কপালে। একে চরম গরম, তার ওপর মানুষের হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। এই দুয়ে মিলে বিক্রি নেই এবারে। বৃহস্পতি বার, বন্দর বাজারে হাট বসে। কিন্তু তবুও নিকটবর্তী বিধান মঞ্চের পাশের ঈদের দোকানগুলিতে ভীড় নেই। দোকানদারদের দুশ্চিন্তা নতুন পোশাক কেনা হয়নি, বিক্রির টাকা উঠছে না। তাই তারা তাকিয়ে আজকের দিনের জন্যই তাকিয়ে ছিলেন।

রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close