ছেলেকে আবার বাঁচিয়ে নেওয়ার আশায় তার মৃতদেহ বাড়িতে এনে পুজোপাঠ করে তার পরিবার। এমন কুসংস্কারে বিশ্বাস করে নিজেদের ছেলের মৃতদেহ আটকে রেখে তারা অনেকক্ষণ ধরে পুজোপাঠ করতে থাকে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বামুনমারা এলাকায়। গ্রামবাসীদের মধ্যে এমন খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম ভাস্কর পাল, বয়স ৪০ বছর। পুলিশ গ্রামবাসীদের পক্ষ থেকে এমন ঘটনার খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ভাস্কর পাল দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি তার বাবা, মায়ের সঙ্গেই থাকতেন। প্রতিবেশীদের দাবি, বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। কিন্ত তার পরিবারের সদস্যরা কোনও চিকিৎসককে ডাকেননি। তার পরিবর্তে মৃত ছেলেকে পুনরায় ফিরে পাওয়ার আশায় দেহ বাড়িতে রেখেই পুজো শুরু করেন তারা। এইভাবে পুরো একদিন কেটে যাওয়ায় ওই মৃতদেহ থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। এরপর ঝাড়গ্রাম পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে।
ফোর্টিন টাইমলাইন, ঝাড়গ্রাম।