ঈদের দিনের মিলে মিশে থাকার বার্তা দিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। একই সঙ্গে তিনি সকলের মঙ্গল কামনা করলেন।কেউ যেন কারও ক্ষতি না করেন সেই বার্তা দিতে ভোলেন নি বিধায়ক।
সূত্রের খবর ,দীর্ঘ একমাস রমজান শেষ হবার পর শনিবার মুসলিম সম্প্রদায়ের মানুষ পবিত্র ঈদ পালন করলেন। এবার করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে পূর্বের মতোই আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছিল। সকাল সকাল ইসলামপুর ইদগা ময়দানে মুসলিম ধর্মাবলম্বী মানুষ বিভিন্ন এলাকা থেকে ঈদের নামাজ পড়তে হাজির হয়েছিলেন। হাজার হাজার মানুষের সঙ্গে উপস্থিত হয়েছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সেখানে নামাজ পড়ে একে অপরের মধ্যে কোলাকুলি সারেন। এই উৎসবের মধ্যে দিয়ে সৌভাতৃত্বের ডাক দেন বিধায়ক।
উত্তর দিনাজপুর থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ।