তীব্র দাবদাহে পরিশ্রুত জল নেই মাটির কলসি ভেঙে প্রতিবাদ। পথ অবরোধ করে বিক্ষোভ বিধায়ক ও গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে, মালদার ইংরেজ বাজারের কাজীগ্রামের সাগরদিঘী এলাকায়। গ্রামবাসীরা মালদা মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেছে। ইতিমধ্যেই প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
সূত্রের খবর , গরম পড়তেই শুরু হয়েছে জল সংকট। এলাকায় জলের পাইপ থাকলেও পড়ে না জল।বারবার বিভিন্ন মহলে জানিয়েও কোন লাভ না হওয়ায় আজ ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী নেতৃত্বে সদুল্লাপুর মোড়ে মালদা মোথাবাড়ি রাজ্য সড়কে মাটির কলসি ভেঙে বিক্ষোভ গ্রামবাসীদের এবং সঙ্গে চলে পথ অবরোধ। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
উল্লেখ্য , গ্রামবাসীদের অভিযোগ কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাগরদিঘী এলাকায় জলের পাইপ বসলেও সেখান দিয়ে জল পড়ে না। ভয়ংকর গরমে পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছে। দূর দূরান্ত থেকে পানীয় জল আনতে হচ্ছে। বারবার বিভিন্ন মহলে জানিয়েও কোন লাভ হয়নি।এ নিয়ে বিজেপি বিধায়ক জেলা প্রশাসন রাজ্য সরকার ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের ওপর গাফিলতির অভিযোগ তুলে গ্রামবাসীদের নিয়ে পথ অবরোধ করেন।
এ প্রসঙ্গে পাল্টা বিধায়ককে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য কমিটির সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।তার দাবি এগুলো নাটক হচ্ছে।বিধানসভায় জলের সমস্যা নিয়ে এই বিধায়ক কতবার প্রশ্ন তুলেছেন , এই নিয়েই প্রশ্ন উত্তর দেন তিনি।
ফোর্টিন টাইম লাইন মালদা।