কালিয়াগঞ্জ মালগাঁও গ্রামে কিশোরী খুনের ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার কালিয়াগঞ্জ থানার সামনে রাস্তা অবরোধ করে এবিভিপি। বেশ কিছুক্ষণ অবরোধের পর এবিভিপি-র সদস্যরা কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি দিতে গেলে পুলিশ গেট আটকে দেয়। পুলিশের গেট ভেঙে থানায় ঢুকতে গেলে পুলিশের সঙ্গে এবিভিপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশকে সরিয়ে আন্দোলনকারীরা থানায় ঢুকে পড়ে।
এবিভিপি জেলা সংযোজক যুবরাজ রায়ের অভিযোগ, পুলিশ নারী সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। কালিয়াগঞ্জ কিশোরী খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। খুনের ঘটনার প্রতিবাদে থানায় লিখিত দাবি জানাতে গেলে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে বলে অভিযোগ। পুলিশ তাদের মারধোরও করে। পুলিশের আক্রমণে আহত বেশ কয়েকজনের মধ্যে ছিলেন এবিভিপি-র কর্মকর্তা।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।