দীর্ঘ প্রায় দু’ঘন্টা অপেক্ষার পরও এসপি বা অন্য কোনও আধিকারিক না আসায় জেলা সভাপতি-সহ কর্মী সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে মূল দরজার সামনে তালা মারতে যায়। পুলিশ বাধা দেওয়ায় তারা সেই মূল দরজার সামনে কিছুক্ষণের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করেন। তারা “জয় শ্রী রাম” শ্লোগান তুলে মমতা বন্দোপাধ্যায়কে ধিক্কার জানান। পরে তারা আবার সেই মূল দরজার সামনে তালা মারতে গেলে পুলিশি বাধায় সেটিও বিফলে যায়। যার জেরে তারা আবার পুলিশি ব্যবস্থা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আবার ধিক্কার জানান। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, তিনি এনিয়ে কেবিনেটে আলোচনা করবেন এবং তিনি এর বিরুদ্ধে তদন্তের দাবি জানাবেন।
রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।