Uttar Dinajpur : রাজ্য ও কেন্দ্র কমিশনের মধ্যে সংঘাত

আরও পড়ুন

কালিয়াগঞ্জের কিশোরী খুনের ঘটনা নিয়ে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সঙ্গে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের মধ্যে সংঘাত চরমে পৌঁছে। শুক্রবারই ঘটনার তদন্তে কালিয়াগঞ্জে এসে পৌঁছেছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়ের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল। সুদেষ্ণাদেবী অভিযোগ রাজ্য শিশু সুরক্ষা কমিশন যেখানে পৌঁছেছে সেখানে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের আসা প্রয়োজন পড়ে না। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের এই বক্তব্যে তেলে বেগুনে জ্বলে ওঠেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো।

কানুনগো জানিয়েছেন অযোগ্য রাজ্য সরকারের অযোগ্য কমিটি নিয়ে তিনি কোনও মতামত দিতে চান না। তারা দুস্কৃতিদের আড়াল করতে চাইছে। কানুনগো এই বক্তব্যের পর প্রতিনিধি দলের সদস্য অনন্যা চক্রবর্তী জানিয়েছেন, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের জন্য তারা বসেছিলেন। তাদেরকে না জানিয়েই জাতীয় কমিশন সেখানে পৌঁছেছেন।যদি তারা অযোগ্য হন তবে তারা তাদের কাজ শেখাতে পারতেন। তা না করে মৃতদেহ নিয়ে রাজনীতি করতে চাইছেন।

রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close